সোমবার, জানুয়ারী ২০

এবার কাদিজের কাছে ধরাশায়ী বার্সেলোনা

0

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার কতোটা দুর্দশা চলছে! লা লিগায় দীর্ঘ বিরতির পর এবার উত্তীর্ণ হওয়া অখ্যাত কাদিজের কাছেও ধরাশায়ী হতে হলো স্প্যানিশ জায়ান্টদেরকে। বার্সেলোনার বিপক্ষে জয় তো দূরে থাক, লা লিগায় নিজেদের মাটিতে কাদিজ সবশেষ জয় পেয়েছিল ১৪ বছর আগে। এবার নিজেদের মাঠে যখন তারা জয় তুলে নিল, সেটি ঐতিহাসিকই বটে! কাতালানদেরকে নিজেদের মাঠে কাদিজ হারিয়েছে ২-১ গোলে।  চলতি মৌসুমে এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকেও হারিয়েছে কাদিজ। এবার তাদের কাছে ধরা খেল আরেক জায়ান্ট বার্সাও। চলতি মৌসুমে মাঠ আর মাঠের বাইরের নানা কর্মকান্ডে বেগতিক দশা বার্সা শিবিরে। নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত পরপর দু’টি লিগ ম্যাচ জিততে পারে নি বার্সেলোনা। গেল ম্যাচে ওসাসুনার বিপক্ষে বড় জয়ের পর, অনেকে ধারণা করেছিলেন, এবার হয়তো ট্র্যাকে ফিরবে কাতালানরা।  এদিন অবশ্য শুরু থেকে শেষপর্যন্ত চেষ্টা করে গেছেন মেসি-গ্রিজম্যান-কৌতিনিওরা। তটস্থ রেখেছেন কাদিজ রক্ষণ। দু’টো তথ্য দেয়া যাক। ম্যাচের ৮২ শতাংশ বল দখলে ছিল বার্সেলোনার! কাদিজের গোলপোস্টে কাতালানরা শট নিয়েছে ১০টি। কিন্তু তারপরও হাসিমুখে মাঠ ছাড়তে পারে নি কোম্যান বাহিনী। শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা। ম্যাচের মাত্র ৮ মিনিট গড়াতেই লিড কাদিজের। গোলটার মালিক আলভারো গিমিনেজ হলেও, মূলত ভুলটা বার্সা ডিফেন্ডার অস্কার মিঙ্গুয়েজার। বল ফেরাতে গিয়ে তার নেয়া হেড উল্টো চলে যাচ্ছিলো নিজেদের জালেই। কোনমতে সেটি ঠেকান টের স্টেগান। কিন্তু বল পেয়ে যান আলভারো গিমিনেজ। সহজেই বল ঢুকিয়ে দেন জালে।  গোল পরিশোধে মরিয়া বার্সা। প্রথমার্ধ্বে গোল হয় নি আর। দ্বিতীয়ার্ধ্বে ম্যাচের ৫৭ মিনিটে সমতায় ফেরে কাতালানরা। তবে এখানেও তাদের কৃতিত্ব নেই। জর্ডি আলবার ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন আলকালা। আত্মঘাতী গোলে সমতায় বার্সা।

ম্যাচের ৬২ মিনিটে আলভারো নেগ্রেদোকে নামান কাদিজ কোচ। নামার কয়েক সেকেন্ডের মাথায় গোল করেন এই অভিজ্ঞ ফুটবলার। আলবার নেয়া থ্রো ইন ধরতে পারেন নি ল্যাংলেট। এগিয়ে যান স্টেগান। তবে বল ক্লিয়ার করতে পারেন নি। সামনে থাকা নেগ্রেদো বলটা যখন পান, তখন তার সামনে কেউই নেই। আলতো টোকায় বল জালে পাঠিয়ে দেন তিনি। আবারো ফেরার চেষ্টায় বার্সা শিবির। একের পর এক ডিফেন্ডারদেরকে তুলে ফরোয়ার্ড-উইঙ্গারদেরকে নামাতে থাকেন কোম্যান। ম্যাচের শেষদিকে বার্সার ফরোয়ার্ড লাইনআপটা এমন, মেসি-ব্র্যাথওয়েট-গ্রিজম্যান, দেম্বেলে, পেদ্রি-ত্রিনকাও।  এমন আক্রমনাত্মক লাইনআপের বিপরীতে কাদিজ কোচ একের পর এক নামিয়ে দেন তার ডিফেন্ডারদেরকে। সর্বশক্তি দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েন বার্সার আক্রমন ঠেকাতে। একের পর এক আক্রমন শানিয়ে গেছে কাতালানরা। কিন্তু কাদিজ ডিফেন্সের জট খুলতে পারে নি তারা। ফলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে।  এই জয়ে পয়েন্ট টেবিলে আরো নড়বড়ে বার্সেলোনা। ১০ ম্যাচশেষে তাদের ৪ জয়ের বিপরীতে হারও সমান ৪ ম্যাচে। মোট পয়েন্ট ১৪, অবস্থান টেবিলের ৭ নম্বরে। টেবিলের শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান এখন ১২।

Share.