ঢাকা অফিস: মৌলভীবাজারে লাম্পি স্কিন ভাইরাসে কয়েক হাজার গবাদি পশু আক্রান্ত হয়েছে। এতে গরু মারাও যাচ্ছে। করোনা পরিস্থিতিতে আকস্মিক এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। নতুন এ ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।গবাদি পশুর শরীরে লাম্পি স্কিন নামে এক ভাইরাসের প্রাদুর্ভাব দেশের বিভিন্ন স্থানে বছরখানেক আগেই দেখা দেয়। তবে দু’মাস আগে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ও শ্রীসুর্য গ্রামে এ ভাইরাস আক্রমণের লক্ষণ ধরা পড়ে। প্রথম দিকে কিছু গবাদিপশু আক্রান্ত হলেও বর্তমানে ছড়িয়ে পড়েছে জেলার সাতটি উপজেলাতেই।মশা-মাছিবাহিত এ ভাইরাসের কোন প্রতিষেধক না থাকায় কৃষক প্রাথমিক চিকিৎসা হিসাবে সর্দি জ্বরের ওষুধ খাওয়াচ্ছেন। করোনা পরিস্থিতিতে আকস্মিক এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিপাকে গবাদিপশু পালনকারীরা।এ রোগ দমনে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে উঠান বৈঠক, লিফলেট বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানালেন, জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাছুদার রহমান সরকার বলেন, এ পর্যন্ত আমাদের ৬ হাজার আটশো দশটা গরু আক্রান্ত হয়েছে।প্রাণি সম্পদ বিভাগের তথ্য মতে, জেলায় ৪ লাখ ৮৬ হাজার গবাদিপশু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলায়।
এবার গবাদি পশুতে ছড়াচ্ছে ভাইরাস
0
Share.