এবার চীন-আফগান সীমান্ত শহর দখল করল তালেবানরা

0

ডেস্ক রিপোর্ট:  আফগানিস্তানের সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ‘ওয়াখান’- দখল করে নিয়েছে দেশটির তালেবান সশস্ত্র গোষ্ঠী।আফগানিস্তানের সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ‘ওয়াখান’- দখল করে নিয়েছে দেশটির তালেবান সশস্ত্র গোষ্ঠী। ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, আফগানিস্তানের বাদাখশান প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ নাজি নাজারি এ তথ্য নিশ্চিত করেছেন।রোববার (১১ জুলাই) সংবাদমাধ্যমকে তিনি বলেন, তালেবানরা দ্রুতগতিতে বাদাখশান প্রদেশে অভিযান চালাচ্ছে। তালেবানরা ‘ওয়াখান’ তাদের দখলে নিয়েছে।তিনি আরও বলেন, বলতে গেলে কোনো যুদ্ধ না করেই তালেবানরা ওয়াখান দখলে নিয়েছে। আফগানিস্তানের সরকার নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী যারা ওই জেলায় মোতায়েন ছিল তারা সীমান্তবর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে।আফগানিস্তান এবং চীনের মধ্যে যাতায়াতের একমাত্র গিরিপথটি আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা ওয়াখানের পাশাপাশি পাকিস্তান এবং তাজিকিস্তানেরও সীমান্তবর্তী এলাকা। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একেবারে শুরুতে এটির অবস্থান বলে এটির নিরাপত্তা বেইজিংয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।    এর আগে তালেবানরা  ইরানের সঙ্গে দুটি স্থলবন্দর এবং পাকিস্তানের সঙ্গে একটি স্থলবন্দর দখল করে নিয়েছে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের শতকরা ৮৫ ভাগ এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। তবে তালেবানদের এই দাবি প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান সরকার।

Share.