শুক্রবার, ডিসেম্বর ২৭

এবার নিজেকে নিজেই টপকে গেলেন শাহরুখ খান

0

বিনোদন ডেস্ক: ভারতের বক্স অফিসে অনেক আগেই প্রভাসের ‘বাহুবলী’ ও সানি দেওলের ‘গদর টু’কে পেছনে ফেলেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সাম্প্রতিক রিলিজ ‘জওয়ান’। এবার নিজের চলতি বছরের আরেক ব্লকবাস্টার ‘পাঠান’কেও টপকে গেলেন কিং খান। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, মুক্তির ১৮তম দিন রবিবার শুধু ভারত থেকে ১৫ কোটি রুপি আয় করেছে শাহরুখ খানের ‘জওয়ান’। তাতে দেশের বক্স অফিসে এ সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৫৬০ কোটি ৮৩ লাখ রুপি। খুব শিগগির সিনেমাটি ৬০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে ধারণা ট্রেড অ্যানালিস্টদের। অন্যদিকে, গত ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া শাহরুখের আরেক সিনেমা ‘পাঠান‘ আয় করেছিল ৫৪৩ কোটি রুপি। সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছিল ১০৫০ কোটি রুপি। তবে এই আয়কেও টপকে যেতে চলেছে ‘জওয়ান’। এ সিনেমার বিশ্বব্যাপী বর্তমান আয় ৯৮০ কোটি রুপি। ভারতের ফিল্ম বিশ্লেষকরা বলছেন, খুব শিগগির বিশ্বব্যাপী আয়ের নীরিক্ষেও নিজের সিনেমা ‘পাঠান’কে টপকে যাবে শাহরুখ খানের ‘জওয়ান’। সেটি হলে কিং খানই হবেন ভারতের প্রথম চলচ্চিত্র তারকা, যার একই বছরে পরপর দুটি সিনেমা হাজার কোটি রুপির ব্যবসা করবে। ‘জওয়ান’ মুক্তি পায় গত ৭ সেপ্টেম্বর। এটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা অ্যাটলি কুমার। রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। এই সিনেমায় শাহরুখ খান একইসঙ্গে বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে দুই নায়িকা বলিউডের দীপিকা পাড়ুকোন ও দক্ষিণের নয়নতারা। ভিলেন চরিত্রে আছেন বিজয় সেতুপতি। যদিও দীপিকার চরিত্রটি ক্যামিও। আরও ক্যামিও করেছেন সঞ্জয় দত্ত। এদিকে, ইতোমধ্যে যারা ‘জওয়ান’ দেখে ফেলেছেন, তাদের মনে প্রশ্ন, শাহরুখ খানের পরের সিনেমা কী আসছে? উত্তর হলো, রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা বড়দিন অথবা নিউ ইয়ারে। সেখানে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। শুধু তাই নয়, এ প্রজন্মের তারকা ভিকি কৌশল এবং এক সময়ের সুপারস্টার ধর্মেন্দ্রও রয়েছেন রাজকুমার হিরোনির ‘ডাঙ্কি’ প্রজেক্টে। তবে মূল ফোকাস অবশ্যই শাহরুখ খান। বলিউড বাদশাহর এই সিনেমাও ব্লকবাস্টার হবে, তার ইঙ্গিত এখনই দিচ্ছেন ফিল্ম বিশ্লেষকরা।

Share.