বুধবার, জানুয়ারী ২২

এবার নুসরাতের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ বিজেপি সাংসদের

0

বিনোদন ডেস্ক:  টালিউড অভিনেত্রী ও ভারতের লোকসভার সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানালেন বিজেপি’র সাংসদ। লোকসভায় দাঁড়িয়ে নিজের সম্পর্কে ভুল তথ্য দেওয়ার জন্য তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন বিজেপির সাংসদ সঙ্ঘমিত্রা মৌর্য।সঙ্ঘমিত্রা তার চিঠিতে লোকসভার নিয়ম মেনে নুসরাতের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়ে বলেন, ‘নুসরাত লোকসভায় ভুল তথ্য দিয়ে ইচ্ছাকৃত বেআইনি এবং অনৈতিক কাজ করেছেন। যারা ভোট দেন, মিথ্যে তথ্য দিয়ে তাদেরকেও ঠকিয়েছেন নুসরাত। এভাবে লোকসভাকে কলঙ্কিত করেছেন তিনি।’তবে সঙ্ঘমিত্রা প্রথম নন। দিন কয়েক আগে সাংসদ-অভিনেত্রীর বিরুদ্ধে এই একই অভিযোগ এনেছিলেন বিজেপির সর্বভারতীয় আইটি শাখার প্রধান অমিত মালব্য। ২০১৯ সালে লোকসভায় বসিরহাটের সাংসদ হিসেবে নুসরতের শপথ গ্রহণের ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। সেখানে নুসরাত নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, ‘আমি নুসরাত জাহান রুহি জৈন।’ নুসরাতের এই বক্তব্যের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে তিনি লিখেছিলেন, ‘তৃণমূল সাংসদ নুসরাত জাহান রুহি জৈনের ব্যক্তিগত জীবন, তিনি কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে লিভ-ইন করছেন সেটা নিয়ে কারও কিছু বলার নেই। কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। সংসদের রেকর্ড অনুযায়ী তিনি নিখিল জৈনকে বিবাহ করেছেন। তবে কি তিনি সংসদে অসত্য ভাষণ দিয়েছিলেন?’অপরদিকে গত ৯ জুন একটি বিবৃতি জারি করে নুসরাত জানিয়েছেন, নিখিল জৈনের সঙ্গে আইনত বিয়ে হয়নি তার। ‘লিভ ইন’সম্পর্কে ছিলেন তারা। সুতরাং বিবাহবিচ্ছেদেরও কোনো প্রশ্ন ওঠে না। নুসরাত নিখিলের সঙ্গে লিভ ইনের দাবি করলেও সরকারি নথিতে তার স্বামীর নাম নিখিল জৈন এবং তিনি বিবাহিতা বলে উল্লেখ আছে।

Share.