এবার পনি চাকমাকে নিয়ে হাজির হচ্ছেন ইমরান

0

বিনোদন ডেস্ক:‘গানের রাজা’ প্রতিযোগিতার সেরা পাঁচ প্রতিযোগীর একজন পনি। একই আয়োজনের বিচারক ছিলেন ইমরান মাহমুদুল। প্রতিযোগিতা চলাকালে বিচারক সেরা পাঁচ প্রতিযোগীকে কথা দিয়েছিলেন, প্রত্যেকের প্রথম মৌলিক গান নিজ উদ্যোগে করে দেবেন ইমরান। সেই ধারাবাহিকতায় এবার  ইমরান হাজির হচ্ছেন পনিকে নিয়ে। গানের নাম ‘আলো’।গানটিতে পনির সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। বান্দরবানের শৈলপ্রপাতের মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়। নির্মাণ করেছেন সৈকত রেজা। ইমরান-পনির পাশাপাশি এতে মডেল হিসেবে দেখা যাবে কেয়া পায়েলকে।এক বিজ্ঞপ্তিতে পনি ও তাঁর গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘পনিসহ গানের রাজা প্রতিযোগিতার সেরা পাঁচজনকে আমি অনেক আগেই কথা দিয়েছিলাম। তাদের প্রথম মৌলিক গানটি আমি করব। সে অনুসারে সিএমভির সহযোগিতায় এর মধ্যে চারজনের গান প্রকাশ করেছি। এবার পালা পনি চাকমার। চমৎকার গায় সে। এই গানটিও দারুণ গেয়েছে। আমার বিশ্বাস, শ্রোতাদের ভালো লাগবে। ভিডিওতেও কিছু নতুনত্ব থাকছে।’পনি চাকমা বলেন, ‘আমার প্রথম মৌলিক গান এটা। গানের রাজা প্ল্যাটফর্মেই ইমরান ভাইয়া বলেছিলেন, আমাদের পাঁচজনকে নিয়ে গান করবেন। আমি সেই সুযোগটি পেয়েছি, সে জন্য ভাইয়ার কাছে অনেক কৃতজ্ঞ। বান্দরবানের শৈলপ্রপাতে ভিডিওর শুটিং হয়েছে। ভিডিওতে আমাকেও দেখা যাবে। এটাও আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।’ আগামী ২৩ মার্চ সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।

Share.