ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের জেরে এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খড়গ পড়ল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েদের ওপর। তার প্রাপ্তবয়স্ক মেয়ে মারিয়া ও কাতেরিনা, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আত্মীয় ও বেশ কয়েকজন অভিজাত রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বুধবার এ নিষেধাজ্ঞা আরোপ করে। বিবিসি জানিয়েছে, রাশিয়ার সরকারের বেশ কিছু কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটির সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক আলফা ব্যাংক এবং সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান সেবারব্যাংকের ওপর গুরুতর আর্থিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এ নিষেধাজ্ঞা রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতাকে খর্ব করবে উল্লেখ করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে রাশিয়ায় সব ধরনের নতুন বিনিয়োগ। দেশটির আর্থিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় উদ্যোগ এর অন্তর্ভুক্ত হবে। জেন সাকি বলেছেন, এ সব নিষেধাজ্ঞা রাশিয়ার তীব্র ও তাৎক্ষণিক অর্থনৈতিক ক্ষতি করবে বলে ওয়াশিংটন প্রত্যাশা করে।