বুধবার, জানুয়ারী ২২

এবার বঙ্গমাতা পূর্ণিমা

0

বিনোদন ডেস্ক:  ছোটবেলা থেকেই বড় তারকা হয়ে অভিনয় করে যাচ্ছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন ধরনের চরিত্র ধারণ করেছেন এই অভিনেত্রী।তবে প্রচলিত সেসব চরিত্রের বাইরে গিয়ে ইতিহাস সৃষ্টিকারী এক চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে। তবে তা ছোটপর্দায় নয়, সিনেমায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে নির্মিত হয়েছে একটি সিনেমা। এটির নাম ‘চিরঞ্জীব মুজিব’। পরিচালনা করেছেন নজরুল ইসলাম। এ সিনেমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরই মধ্যে ছবিটির সব কাজ শেষ হয়েছে। ২৩ জুন গণভবনে ছবিটির তিনটি পোস্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছবিতে অভিনয় করে উচ্ছ্বসিত পূর্ণিমা।তিনি বলেন, বঙ্গমাতা সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল। তাছাড়া অভিনয়ের আগে তার সম্পর্কে বিস্তারিত জেনেছি। সত্যিই অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ ছিলেন তিনি। এতে অভিনয় করে আমার অনেক ভালো লেগেছে। যদিও চরিত্রটির র্দৈঘ্য কম। তবুও মনে করছি এই ছবিটি ইতিহাসের অংশ হয়েছে। এতে অভিনয় করে আমিও একটি মাইলফলক অর্জন করেছি। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।সিনেমাটি আগামী ১৩ আগস্ট মুক্তি পাবে বলে জানিয়েছেন এটির চিত্রনাট্যকার ও ক্রিয়েটিভ ডিরেক্টর জুয়েল মাহমুদ।

Share.