এবার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

0

ডেস্ক রিপোর্ট:স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প মিয়ানমারে আঘাত হানার পর সেখানে মৃতের সংখ্যা ১ হাজার ৭’শ ছাড়িয়েছে। এরই মধ্যে খবর এলো যে ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিলো ৪.৬।মিয়ানমার, টোঙ্গার আজ সোমবার (৩১ মার্চ) বিকেলে এই কম্পন অনুভূত হলো পাকিস্তানে। জানা গেছে, এই দিনের কম্পনের উৎসস্থল ছিলো বালোচিস্তান থেকে ৬৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে অবস্থিত উথাল শহর। ভূমিকম্পের মাত্রা ছিলো ৪.৬। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। এমনটাই জানিয়েছে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে। করাচি এলাকার বহু বাসিন্দাই এ দিন কম্পন টের পেয়েছেন। মিয়ানমার, ব্যাঙ্ককের বীভৎসতা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন তারা।এক এক্স ব্যবহারকারী নিজের পোস্টে লেখেন, ‘করাচিতে বিকেল ৪টে ১১ মিনিটে কম্পন টের পেয়েছি। আমি চেয়ারে বসেছিলাম। আচমকাই কেঁপে উঠল সেটি। বরাতজোরে বেঁচে গিয়েছি, কম্পন ভয়াবহ ছিল না।’ অন্য এক নেটিজ়েনের কথায়, ‘করাচির বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। আল্লা সকলকে সাবধানে রাখুন।’পাকিস্তানে এই মুহূর্তে পালিত হচ্ছে ঈদ। তার মাঝেই ভূমিকম্পের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মিয়ানমারে গত শুক্রবার ৭.৭ রিখটার স্কেল মাত্রার একটি তীব্র ভূমিকম্প হয়। তার পর অসংখ্য আফটার শকের জেরে কেঁপে ওঠে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, দিল্লি, কলকাতা, মেঘালয়।মিয়ানমার, ব্যাঙ্ককে এই ভয়াবহ ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কমবেশি ১ হাজার ৭’শ জনের মৃত্যু হয়েছে। লাশ স্তূপাকৃত হয়ে পড়ে রয়েছে রাস্তায়। ভেঙে পড়েছে একের পর এক বহুতল, ব্রিজ।ফাটল দেখা দিয়েছে রাস্তায়। বহু মানুষ ঘরছাড়া, আশ্রয় নিয়েছেন প্যাগোডা, মসজিদে। সব মিলিয়ে বিধ্বস্ত পরিস্থিতি দুই দেশে। সেই বীভৎসতার চিত্র দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। তার মাঝে পাকিস্তানে কম্পনের খবরে শোরগোল পড়ে গিয়েছে।

Share.