সোমবার, ফেব্রুয়ারী ২৪

এবার শ্রীলংকায় করোনার নতুন শক্তিশালী স্ট্রেইন শনাক্ত

0

ডেস্ক রিপোর্ট: করোনার ভারতীয় স্ট্রেনের দাপটের মধ্যে এবার শ্রীলংকাতেও আরও শক্তিশালী একটি স্ট্রেইন শনাক্ত হয়েছে। করোনার নতুন এ ধরণটি বাতাসে ভেসে থাকতে পারে এবং এখন পর্যন্ত দেশটিতে পাওয়া সব স্ট্রেইনের চেয়ে বেশি শক্তিশালী বলে জানা গেছে। খবর এনডিটিভির। গত সপ্তাহের নববর্ষ উৎসবের পর এই ধরণটি বেশ দ্রুত গতিতে ছড়াচ্ছে এবং তরুণরা বেশি সংখ্যায় আক্রান্ত হচ্ছেন বলে শ্রীলংকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।  শ্রী জয়াবর্ধনপুর ইউনিভার্সিটির ইমিউনোলজি অ্যান্ড মলিকিউলার সায়েন্সেস বিভাগের প্রধান নীলিকা মালাভিগে বলেন, করোনাভাইরাসের এই স্ট্রেইনটি এই দ্বীপে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বেশি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন। নতুন এই স্ট্রেনটি বায়ুবাহিত। এর ফোঁটাগুলো প্রায় ঘণ্টাখানেক বাতাসে ভেসে থাকতে সক্ষম।মধ্য এপ্রিলে নববর্ষ উৎসবের আগ পর্যন্ত শ্রীলংকায় দৈনিক সংক্রমণ ছিল দেড়শোর মতো। বর্তমানে দৈনিক প্রায় ৬০০ জন আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯৯ হাজার ৬৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬৩৮ জনের।দেশটির জনস্বাস্থ্য পরিদর্শক উপুল রোহানা বলেন, পরবর্তী দুইটি ইনকিউবেশন পিরিয়ডে ভাইরাসটির তৃতীয় ঢেউ তৈরি হতে পারে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই বাস্তব চিত্র সামনে আসবে।

Share.