এবার ২০ শতাংশ মুসল্লির হজ করার সম্ভাবনা

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের কারণে সৌদি আরব এবার হজের জন্য সীমিত সংখ্যক লোককে আসার সুযোগ দিতে পারে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক খবরে বলা হয়, সৌদি আরব প্রতি দেশ থেকে যত হজযাত্রী যাওয়ার কথা তা থেকে ২০ শতাংশ আসতে দেবে এমন সম্ভাবনা রয়েছে। সাধারণ সময়ে ২৫ লাখের মতো মানুষ সারা বিশ্ব থেকে হজ পালন করতে সৌদি আরব যান। সৌদি আরবে অনেক কর্মকর্তা অবশ্য এখনো এবারের হজ বাতিল করার ব্যাপারে চাপ দিচ্ছেন। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে ব্যাপক সুরক্ষা ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের বিরল ঘোষণা দিয়েছিল দেশটি। এর কয়েকদিন পর সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যেও ওমরাহ হজ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। মসজিদে নামাজ পড়া এমনকি ঈদের জামাতের উপরেও বিধিনিষেধ ছিল। সৌদি আরবে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখের উপরে। জেদ্দায় নতুন করে আবার কারফিউ জারি করা হয়েছে।

Share.