ঢাকা অফিস: এমপির হাতে মারধরের শিকার কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার (১৬ জুলাই) বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ও কানে আঘাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হাসপাতালে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, ২৬ বছর পর আগামী ২১ জুলাই দেবিদ্বার উপজেলা সম্মেলন হতে যাচ্ছে। গতকাল জাতীয় সংসদের এলডি হলে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় একটি ইউনিয়ন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। কমিটি নিজের মন মত না হওয়ায় কুমিল্লা-৪ আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল তার উপর ক্ষিপ্ত হয়ে কিলঘুষি মারেন। নেতাকর্মীরারা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, তার মাথায় ও কানে আঘাত রয়েছে। এই ঘটনায় মামলার বিষয়ে ঊর্ধ্বতন নেতাকর্মীদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, গতকাল তাকে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে কেবিনে নেওয়া হয়েছে।
এমপির কিল-ঘুষিতে হাসপাতালে উপজেলা চেয়ারম্যান
0
Share.