সোমবার, ডিসেম্বর ২৩

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে বাংলাদেশিরা জড়িত: আসাদুজ্জামান খান

0

ঢাকা অফিস: ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনারকে ভারতের কলকাতায় হত্যার ঘটনায় বাংলাদেশিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনার হত্যার বিষয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। সার্বিক বিষয়ে বাংলাদেশ মিশন কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। বুধবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা দুই রাষ্ট্রের বিষয় নয়। ডয়েচে ভেলের প্রতিবেদন পুরোটা না দেখে মন্তব্য করতে চাই না, সেটা সমীচীন হবে না। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ভারতে চিকিৎসা করতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীজ আনারের লাশ বুধবার সকালে কলকাতার নিউটাউন থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এই ঘটনায় ২ জনকে আটকও করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছে কলকাতা পুলিশ।

Share.