স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগে জয় দিয়ে শুরু করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে সুইডেনকে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। গতকাল শনিবার রাতে স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় অনুষ্ঠিত ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে সুইডেনকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স।এদিন ম্যাচের শুরুটা ভালো করে সুইডেন। বল দখলেও এগিয়ে ছিল দলটি। পুরো ম্যাচে ৯টি শট নিয়েছিল তারা, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে যাওয়ার মাতো। অন্যদিকে ফ্রান্সের সাত শটের মধ্যে একটি ছিল লক্ষ্যে যাওয়ার মতো।এক সুযোগেই গোল আদায় করে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। জয়সূচক গোলটি করেন এমবাপ্পে। বাঁ দিক দিয়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকে দুজনকে ফাঁকি দিয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন পিএসজি তারকা।এ ছাড়া পুরো ম্যাচে ছন্দে পাওয়া যায়নি ফরাসিদের। শেষের দিকে সুযোগ তৈরি করেও হতাশা বাড়ান আন্তোনিও গ্রিজম্যান।একই গ্রুপে দিনের আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গতবারের উয়েফার চ্যাম্পিয়ন পর্তুগাল। পায়ের সংক্রমণে একাদশে ছিলেন না দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে অধিনায়কের অভাব বুঝতেই দেয়নি পর্তুগিজরা। চ্যাম্পিয়নের মতো খেলে বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল পর্তুগাল।নতুন মৌসুমের শুরুটা জয় দিয়েই হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের। দলের পক্ষে একটি করে গোল করেন জোয়াও কানসেলো, দিয়াগো জোতা, জোয়াও ফেলিক্স ও আন্দ্রে সিলভা। আর প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন ব্রুনো পেতকোভিচ।
এমবাপ্পের গোলে ফ্রান্সের জয়
0
Share.