বুধবার, জানুয়ারী ২২

এমবাপ্পে-কিনের গোলে জয়ে ফিরল পিএসজি

0

স্পোর্টস ডেস্ক: নেইমারের অনুপস্থিতিতে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে ও মোইজে কিন। দুজনেই পেলেন জালের দেখা। দুই তারকার গোলে লিগ ওয়ানে লরিয়ঁকে হারাল পিএসজি। আগের ম্যাচে পয়েন্ট হারানোর পর এবার জয়ে ফিরল টমাস তুখেল দল। লিগ ওয়ানে গতকাল বুধবার রাতে নিজেদের মাঠে লরিয়ঁকে ২-০ হারিয়েছে পিএসজি। এদিন ম্যাচের প্রথমার্ধে ভালোই লড়াই করে লরিয়ঁ। কিন্তু বিরতির পর ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। ম্যাচের ৪৯ মিনিটে সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসজি। ফরাসি তারকা এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যান্ড্রু গ্র্যাভিলন। ওই পেনাল্টি থেকেই প্রথম গোল করেন এমবাপ্পে। ৬১ মিনিটে পরের গোল করেন মোইজে কিন। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়ানরা। চলতি লিগে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে পিএসজি। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে লিল। ৩০ পয়েন্ট নিয়ে তিনে আছে লিওঁ।

Share.