এরদোয়ানের সঙ্গে ফোনে আলোচনা করবেন পুতিন: ক্রেমলিন

0

ডেস্ক রিপোর্ট: তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কথা জানিয়েছে ক্রেমলিন। মঙ্গলবার ইস্তাম্বুলে কিয়েভ এবং মস্কোর প্রতিনিধিদলের বৈঠকের আয়োজন করার পরে দুই নেতার আলোচনা হয়। এরদোগান বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলে জানিয়েছেন, আঙ্কারা নীতিগতভাবে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টার দেশ হিসেবে কাজ করতে প্রস্তুত। কিয়েভ শান্তি চুক্তির জন্য একটি বিশদ কাঠামো নির্ধারণ করেছে যার অধীনে ইউক্রেন নিরপেক্ষ থাকবে। তবে তৃতীয় দেশগুলির সমন্বয়ে গঠিত এক গ্রুপের মাধ্যমে এর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Share.