স্পোর্টস ডেস্ক: মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সবই হয়েছিল। রোমাঞ্চ, উত্তেজনা, উন্মাদনা ছড়িয়েছিল। শুধুমাত্র গোলই হয়নি। ড্র হয়েছে স্পেনের শীর্ষ দুই দলের লড়াই। ঘরের মাঠে ড্রয়ের পর বার্সেলোনাকে গুনতে হচ্ছে জরিমানা। পাশাপাশি সতর্কতাও করা হয়েছে ক্লাবটিকে। ক্যাম্প ন্যুতে সৃষ্ট ঝামেলার জন্য লা লিগা কমিটি বার্সেলোনাকে ১৫০০ ইউরো জরিমানা করেছে এবং স্টেডিয়াম বন্ধের সতর্ক করেছে। এল ক্লাসিকোতে দ্বিতীয়ার্ধে খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি আলেজান্দ্রো হার্নান্দেজ। ম্যাচ চলার সময় গ্যালারি থেকে মাঠে একের পর এক বল ছোঁড়া হয়। খেলায় বাধা সৃষ্টি করায় স্পেন ফুটবল ফেডারেশন আইন অনুযায়ী ১০১.২ অনুচ্ছেদের নিয়ম ভঙ্গ করেছে বার্সেলোনা। বিষয়টিতে ‘মারাত্মক লঙ্ঘন’ বলছে স্পেন ফুটবল ফেডারেশন। ক্যাম্প ন্যুতে এমনটা ঘটবে ধারণা করা যাচ্ছিল। ক্যাটালোনিয়ার ‘স্বাধীনতা সংগ্রাম’ ঘিরে বার্সেলোনায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এর আগে এই কারণে একটি এল ক্লাসিকো পিছিয়ে দিতে বাধ্য হয় আয়োজকরা। বুধবার রাতে অনুষ্ঠিত হওয়া ম্যাচে কড়া নিরাপত্তা নিয়েছিল আয়োজকরা। কিন্তু মাঠেও স্বাধীনতা সংগ্রাহ করেছে কাতালানরা। বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল ক্যাম্প ন্যু। লিখা ছিল বার্তা,‘স্পেন কিস এন্ড টক।’
এল ক্লাসিকোর পর বার্সেলোনাকে জরিমানা ও সতর্কতা
0
Share.