রবিবার, নভেম্বর ২৪

এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারাল ভারত

0

স্পোর্টস রিপোর্ট: এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারাল ভারত। এ ম্যাচ জিতে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। ৩১ আগস্ট হংকংয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রোহিত বাহিনী। এবার এশিয়া কাপে ভারত, পাকিস্তান ও হংকং রয়েছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা পড়েছে ‘বি’ গ্রুপে। দুই গ্রুপ থেকে চারটি দল যাবে সুপার ফোরে। ভারত-পাকিস্তান অনায়সে সুপার ফোরে যাবে তা দিনের মতো সত্য। ‘বি’ গ্রুপ থেকে কোন দুইটি দল যাবে তা নিয়ে সংশয় রয়েছে। রবিবার (২৮ আগস্ট) দুবাইয়ে পাকিস্তানের ১৪৭ রানের জবাবে খেলতে নেমে ১৯.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৮ সংগ্রহ করে ভারত। হার্দিক পার্ন্ডিয়া ১৭ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন। ভারতের ইনিংসে রবীন্দ্র জাদেজার ২৯ বলে ৩৫ এবং বিরাট কোহলির ৩৪ বলে ৩৫ রান করেছেন। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। অভিষিক্ত নাসিম শাহর করা দ্বিতীয় বলে বোল্ড হন লোকেশ রাহুল। এরপর বিরাট কোহলি, রোহিত শর্মা বেশ কয়েকবার পরাস্ত হয়েছেন। তবে ভাগ্যগুণে আউট হওয়া থেকে বেঁচে গেছেন দুজনই। ছয় ওভারের পাওয়ার প্লেতে ভারত তোলে এক উইকেটে ৩৮ রান। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১৫ রানেই অধিনায়ক বাবরকে হারিয়েছে পাকিস্তান। ৯ বলে ১০ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হয়েছেন তিনি। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে আবেশ খানের বলে উইকেটরক্ষক কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ফখর জামান (১০)। চাপের মুখে জুটি গড়েন রিজওয়ান-ইফতিখার। তবে তাদের জুটিতে রানের গতি বাড়তে থাকলে আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় পেস অলরাউন্ডারের বলে উইকেটরক্ষক দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইফতিখার (২৮)। এরপর নিজের পরবর্তী ওভারে জোড়া আঘাত হানেন হার্দিক। নিজের শেষ ওভারের প্রথম বলেই তিনি বিদায় করেন রিজওয়ানকে। পাকিস্তানি ওপেনার ৪২ বলে ৪৩ রানের সাবধানী ইনিংস খেলে ফেরেন। তার ব্যাট থেকে আসে ৪টি চার ও ১টি ছয়। হার্দিক ওই ওভারের তৃতীয় বলে সদ্য ক্রিজে আসা খুশদিল শাহকে (২) বিদায় করেন। সবমিলিয়ে ওভারে দ্বিতীয় ও নিজের তৃতীয় উইকেটের দেখা পান হার্দিক। চাপে পড়ে যাওয়া পাকিস্তান পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত উইকেট হারাতে হারাতে শেষ ওভারের পঞ্চম বলে অলআউট হয় । বল হাতে ভারতের ভুবনেশ্বর কুমার ২৬ রান খরচে নেন ৪ উইকেট। হার্দিক নেন ২৫ রান খরচে ৩ উইকেট। এছাড়া আর্শদীপ সিং নেন ২টি উইকেট।

Share.