সোমবার, ডিসেম্বর ৩০

এশিয়া ওমেন্স জুনিয়র হকিতে আজ সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ

0

স্পোর্টস রিপোর্ট: অপেক্ষার প্রহর শেষ। আজ বাংলাদেশের মহিলা হকির স্মরণীয় একটি দিন। প্রথমবারের মতো লাল-সবুজের মেয়েরা বিদেশে হকি ম্যাচ খেলতে মাঠে নামছে। অর্থাৎ ১৫ বছর সাধনার পর কোচ তারিকুজ্জামান নান্নুর শিষ্যদের প্রথম পরীক্ষা। এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশের মহিলা হকি দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায়। গত তিন বছর দল নিয়ে অনেক গবেষণা করেছেন কোচ নান্নু। দফায় দফায় অনুশীলনে মেয়েদের টেকনিক্যালি টেকটিক্যালি উন্নততর করেছেন সহকারী কোচ হেদায়েতুল ইসলাম রাজীব ও শহীদুল্লাহ টিটু। অবশেষে স্বপ্ন পূরণের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে মেয়েরা। উপদেষ্টা কোচ একে বানসাল আসার পর বেশ অনুপ্রাণিত হয়েছে মহিলা হকি দলটি। বাহফের চাওয়ায় দিল্লী থেকে সাই একাডেমির মহিলা দলটিকে বাংলাদেশে এনে ছয়টি প্রাকটিস ম্যাচ খেলিয়েছেন। তাতেই বাংলার মেয়েরা হয়েছে সাহসী। সেই সাহসকেই পুঁজি করে গিয়েছে সিঙ্গাপুরে টুর্নামেন্ট খেলতে।ম্যাচ নিয়ে অধিনায়ক রিতু খানম বলেছেন, আমাদের মোটেই দুশ্চিন্তা হচ্ছে না। দলের সকলেই আনন্দিত। আমরা খুব স্ফূর্তিতেই আছি। প্রতিপক্ষ সিঙ্গাপুর তাতে কি। ভাল করতে হলে সবদলের বিপক্ষেই খেলতে হবে এবং ভাল খেলতে হবে। মাঠে নামার অপেক্ষায় রয়েছি। আমাদের একটাই ব্রত। হারার আগে হারব না। বিদেশের মাটিতে প্রথম খেলা। একটু টেনশন তো সকলেরই কাজ করে বা করছে। তবে মাঠে নামার পর ঠিক হয়ে যাবে। যেমনটি হয়েছিল মওলানা ভাসানীতে। দেশবাসীর কাছে দোয়া চাই। প্রথম ম্যাচের ওপর অনেক কিছু নির্ভর করে। সহকারী কোচ রাজীব বলেছেন, সকলেই মুখিয়ে আছে খেলার জন্য। দলটির মাঝে কোন টেনশনই নেই। সকলেই ফুরফুরে মেজাজে আছে। এখানে খাওয়া দাওয়ার কোন অসুবিধা হচ্ছে না। দলের সকলেই সুস্থ আছে। একটি প্রাকটিস ম্যাচ খেলতে পারলে ভাল হতো। চেষ্টা ছিল কিন্তু হয়নি। তবে যে মাঠে খেলা হবে সেখানে অনুশীলন করেছি। মাঠ অনেক ফাস্ট। ঠিকমতো খেলতে পারলে ভাল করবে। প্রথম খেলা বলে আগে থেকে কিছু বলা যাচ্ছে না। এক কোয়ার্টার (১৫ মিনিট) গেলে ম্যাচের পরিস্থিতি বোঝা যাবে। সবাইকে নিজেদের খেলাটাই খেলার জন্য বলা হয়েছে।

Share.