এসি হতে পারে জীবন ধ্বংসের কারণ

0

ঢাকা অফিস: প্রায় সবার বাসা-বাড়িতেই এয়ার কন্ডিশনার (এসি) রয়েছে। কেউ নতুন করে কিনছেন, আবার কেউ বাসায় থাকা পুরনো এসি ব্যবহার করছেন। দীর্ঘদিন এসি ব্যবহার করায় মাঝে মাঝে এর রক্ষণাবেক্ষণের প্রয়োজন। আবার দীর্ঘদিন বন্ধ রাখা হলেও এসির কনডেনসারে ধুলা জমে। যা থেকে তাপ ও চাপ বেড়ে গিয়ে অগ্নিকাণ্ডের মতো ভয়ংকর ঘটনা ঘটে থাকে।নিয়মিত এসি পরিষ্কার ও সার্ভিসিং করানো খুবই জরুরি বিষয়। এসি ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই হার্ডওয়ারের মানের দিকে দৃষ্টি রাখতে হবে। ভালো মানের, সঠিক ও স্পেকের পাওয়ার ক্যাবল ব্যবহার করতে হবে। নির্দষ্ট সময় পর পর অভিজ্ঞ কোনো টেকনিশিয়ান দিয়ে এসির কনডেনসার পরিষ্কার রাখতে হবে।যেসব কারণে বিপদে পড়তে পারেন:১.এসির কনডেনসারে ময়লা থাকলে কমপ্রেসরে উচ্চ তাপমাত্রা ও উচ্চচাপ তৈরি হয়ে বিস্ফোরণ ঘটে।২.এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ হলে এসির ভেতরে উচ্চচাপ তৈরি হয়। ফলে কমপ্রেসর বিস্ফোরিত হতে পারে।৩.কমপ্রেসরে নির্দিষ্ট সীমার চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ করলে উচ্চচাপ তৈরি হয়ে। বিস্ফোরণের ঘটনা ঘটে।৪.কমপ্রেসরে প্রয়োজনীয় পরিমাণ রেফ্রিজারেন্ট না থাকলে ভেতরের তাপমাত্রা নির্দিষ্ট সীমার চেয়ে যখন বেড়ে যায়, তখন দুর্ঘটনা ঘটে।৫.এসির ভ্যাকুয়াম সঠিকভাবে না করলে।৬.সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার না করলে।৭.কমপ্রেসরে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ না করলে কমপ্রেসরে হাই প্রেশার তৈরি হয়ে বিস্ফোরণ ঘটে।ঋতু পরিবর্তনের কারণে দীর্ঘদিন অব্যবহৃত থাকে এসি। কিন্তু গরম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কদর বেড়ে যায় এসির। আর ঠিক এ সময়েই এসির রক্ষণা-বেক্ষণ জরুরি। কারণ, এসি সার্ভিসিং না করার কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। তাই ঋতু পরিবর্তনের সময় এসি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে মোটেও অবহেলা করা যাবে না।

Share.