শুক্রবার, ডিসেম্বর ২৭

এ বিজয় বর্তমান আওয়ামী লীগ শাসনকে একদলীয় শাসনের বিজয়: মঈন খান

0

ঢাকা অফিস: মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বর্তমান আওয়ামী লীগ শাসনকে একদলীয় শাসনের বিজয় বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এসময় দেশের মানুষ আওয়ামী লীগকে বর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি। মঈন বলেন, আওয়ামী লীগ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। মিথ্যা মামলা দিয়ে ২৩ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে। তাই দেশের মানুষ তাদেরকে বর্জন করেছে। মঈন আরও বলেন, বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। আমরা গণতান্ত্রিক উপায়ে রাজপথে আছি। এদিকে, দেশে আজ কোনো গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচনের নামে খেলা চলছে। ঢাকায় ফলাফল ঠিক করা হচ্ছে। কেবল ঘোষনার বাকি। ৭ তারিখ সেটি করা হবে। এসময় আগামী নির্বাচন থেকে দেশের মানুষকে সরে আসার আহ্বান জানান তিনি।

Share.