বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ঐতিহাসিক জয়ের দেখা পেল উগান্ডা

0

স্পোর্টস রিপোর্ট: টি২০ বিশ্বকাপের অভিষেকটা খুব বাজেভাবে হয়েছিল উগান্ডার। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল আফ্রিকার দেশটি। তবে দ্বিতীয় ম্যাচেই সেই হতাশা ভুলে জয়ের উৎসবে মাতল উগান্ডা। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয়ের দেখা পেল ব্রায়ান মাসাবার দল। বাছাইপর্বে জিম্বাবুয়েকে কাঁদিয়ে মূলপর্বে জায়গা করে নেওয়া উগান্ডা বৃহস্পতিবার পাপুয়া নিউগিনিকে (পিএনজি) হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম জয়ের রেকর্ড গড়ল উগান্ডা। প্রভিডেন্স স্টেডিয়ামে এদিন পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে এদিন মাত্র ৭৭ রানেই পাপুয়া নিউগিনিকে অলআউট করে দেয় উগান্ডা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৬ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পরেছিল উগান্ডা। কিন্তু সেখান থেকেই রিয়াজাত আলী শাহ (৩৩) আর জুমা মিয়াগীর (১৩) সৌজন্যে ১৮.২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৭৮ রান তুলে টি২০ বিশ্বকাপে প্রথম জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ে উগান্ডা। টসে জিতে এদিন পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় উগান্ডা। ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউগিনি। এরপর দলীয় ৫০ পেরোনোর আগেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত ১৯ দশমিক ১ ওভারে ৭৭ রানেই গুটিয়ে যায় পিএনজির ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন হিরি হিরি। বাকিদের মধ্যে লাগা সিয়াঙ্কা এবং কিপলিন ছাড়া কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের কোটা। উগান্ডার হয়ে এদিন দুর্দান্ত বল করে ইতিহাস গড়েন ফ্র্যাঙ্ক এনসুবুগা। বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে খেলে আগেই রেকর্ড গড়েছিলেন ৪৩ বছর ২৮২ দিন বয়সী এই ক্রিকেটার। এবার মাঠেও গড়লেন অনন্য কীর্তি। টি২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড নিজের করে নিলেন এনসুবুগা। এদিন ৪ ওভারের স্পেলে সবচেয়ে মিথ্যব্যয়ী বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। এই সময়ে ২টি মেডেন, চার রান এবং ২ উইকেট শিকার করেন এনসুবুগা। এর আগে এবারের আসরে প্রথম বিগ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেই ৭ রান দিয়ে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া।

Share.