ঐতিহ্যবাহী শেরপুরের মাছের মেলা এবার বসছে না

0

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শেরপুরে প্রায় দুইশ বছর আগে থেকে হয়ে আসা পৌষ সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাহী মাছের মেলা করোনার কারণে এ বছর হচ্ছে না।প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলায় পার্শবর্তী কুশিয়ারা নদী, হাকালুকি হাওর, কাওয়াদিঘি হাওর, হাইল হাওর ও সুনামগঞ্জের টাঙুগুয়ার হাওরসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা রুই, কাতলা, বোয়াল, গজার, বাঘাইড় ও আইড় মাছসহ বিশাল আকৃতির সব মাছ নিয়ে আসতেন ঐতিহ্যবাহী মেলায়।অন্যান্য বছরের ধারাবাহিকতায় বাংলা পৌষ মাসের শেষ দিনে (১৪ জানুয়ারি) এ বছর এলাকায় পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে বসবে না এ মাছের মেলা। করোনা সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার জেলা প্রশাসনের নিষেধাজ্ঞায় এ বছর মেলার আয়োজন করা হচ্ছে না।বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।তিনি জানান, মৌলভীবাজারবাসীকে করোনামুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনার প্রভাব কেটে যাওয়ার পর আমরা যখন স্বাভাবিক জীবনে ফিরব তখন যদি এলাকাবাসী অন্য কোনো তারিখে এই মেলা আয়োজন করতে চায় আমরা সহযোগিতা করব।

Share.