বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ঐশ্বরিয়াকে ছাড়া খাবার জোটে না অভিষেকের!

0

বিনোদন ডেস্ক: সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের একটি গোপন কথা ফাঁস করলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। তিনি জানিয়েছেন, স্ত্রী ঐশ্বরিয়া রাই না থাকলে নাকি তার কপালে খাবার জোটে না। তবে বাড়িতে নয়, কোনো হোটেলে থাকলে এমনটা হয়। কিন্তু কেন? হোটেলে রুম সার্ভিসকে ফোন করে অর্ডার দিলেই তো খাবার এসে সামনে হাজির হয়ে যায়। অভিষেক জানান, এই কাজটাই তিনি পারেন না। যেটি খুবই যত্ন নিয়ে করে দেন স্ত্রী ঐশ্বরিয়া রাই। অভিষেক জানান, অচেনা মানুষদের সঙ্গে কথা বলতে তার অদ্ভুত লাগে। তাই সেই কাজটা ঐশ্বরিয়াকে করতে হয়। তিনিই ফোন করে অভিষেকের জন্য খাবার অর্ডার করে দেন। অভিষেক এও জানান, তিনি এতটাই লজ্জা পান যে হোটেলের লবিতে পা রাখতেও চান না প্রোমোশনাল কোনো ইভেন্টের সময়, যদি না কেউ তাকে রাস্তা দেখানোর জন্য থাকে। আর জানান, তিনি কোনোদিন এমন কোনো সেটে কাজ করতে পারবেন না, যেখানে পরিবেশ অপ্রীতিকর। কাজ করার জন্য ইতিবাচক পরিবেশ প্রয়োজন হয় তার। অভিষেকের কথায়, ‘মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি হোটেলে বসে আছি প্রেস ট্যুরের জন্য। কেউ যদি না থাকে আমি একা লবিতে যেতে পারব না। কোথাও একা প্রবেশ করতেই যেন আমার ভয় লাগে। আমার পাশে কাউকে একটা দরকার। আমার এমন একজনকে দরকার যে আমাকে রাস্তা দেখিয়ে দেবে।’ জুনিয়র বচ্চন আরও বলেন, ‘আমার কিছু অদ্ভুত স্বভাব আছে। আউটডোর থাকলে আমার বউ আমাকে বিকালে ফোন করে জানতে চাইবে, ‘তোমার দিন কেমন কাটল?’ সাধারণ স্বামী-স্ত্রীর মধ্যে যা কথা হয় আর কী! এরপর ও যখন বলবে ‘তুমি খেয়েছ’, আমি উত্তর দেই ‘না’। এরপর ও জানতে চায়, ‘আচ্ছা, তুমি কি খেতে চাও বলো?’ তারপর ও আমার জন্য খাবার অর্ডার করে দেয়। আমি রুম সার্ভিসে ফোন করতে পারি না। ঐশ্বরিয়া জানে ও ফোন না করলে আমি না খেয়েই থাকব। আমার এই সমস্যাটা আছে। আমি অচেনা মানুষের সঙ্গে ফোনে কথা বলতে পারি না।’

Share.