ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্কে গেলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

0

ঢাকা অফিস: ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে তুরস্কের ইস্তাম্বুল শহরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আগামী ২৪ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামী সম্মেলনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। বিশেষ এ অধিবেশনের প্রতিপাদ্য হচ্ছে, ‘ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের সময় সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের অপতথ্য এবং শত্রুতা’। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি কাতার ও তুরস্কের তথ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া আগামী ২৫ ফেব্রুয়ারি ‘তার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন’ অফিস পরিদর্শনের কথা রয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। তুরস্ক সফর শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা ফিরবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

Share.