ওএসডি কাটিয়ে ইসিতে: চার কর্মকর্তা পেলেন নতুন পদ

0

ঢাকা অফিস: নির্বাচন কমিশনের চার কর্মকর্তাকে বিশেষ দায়িত্বে (ওএসডি) নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। ইসির শ্রম প্রশাসন বিভাগের উপসচিব মোহাম্মদ শহিদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ইসি এই চার কর্মকর্তাকে নিয়োগ দেয়। জানা গেছে, এনআইডি পরিচালক (উপ-পরিচালক) মোঃ ফরহাদ হোসেনকে স্পেশাল ডিউটি ​​অফিসার থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অফিসের পরিচালক (অপারেশন্স) পদে বদলি করা হয়েছে। জনাব জাহাঙ্গীর হুসাইনকে সচিবালয়ের সহকারী এবং সচিবালয়ের সিনিয়র সহকারী মোহাম্মদ জির রহমান এবং সচিবালয়ের সিনিয়র সহকারী মোহাম্মদ রবি আলমকে সেক্রেটারিয়েটের সিনিয়র সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইউরোপীয় কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বিচারপতি হাবিব আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করার পর নতুন নির্বাচন কমিশন সচিব শফি আজিম এই চার কর্মকর্তাকে অনুমোদন দিয়েছেন। এনআইডির পরিচালক মো. প্রথম কমিটির এক সদস্যের ব্যক্তিগত আক্রোশের কারণে ওএসডি হন ফরহাদ হোসেন। এ ছাড়া বাকি তিন কর্মকর্তা বিগত সরকারের সদস্য। জনাব জাহাঙ্গীর হুসেন, মোহাম্মদ জিরুর রহমান এবং মোহাম্মদ রবি আলমকে ইউরোপীয় কমিশনের একদল কর্মকর্তার সুপারিশে মহাসচিব শফি আজিম কর্তৃক ওএসডি শর্তে রাখা হয়েছিল।

Share.