ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের ওডেসায় একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মা ও তার তিন মাস বয়সী শিশুও রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। রবিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, রুশ হামলায় নিহত এই মা ও শিশুর ছবি প্রকাশ করে টুইটারে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। বিবিসি ইউক্রেনিয়ান সার্ভিসের সাংবাদিক মিরোস্লাভা পেতসা বলছেন, ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় নিহত ওই মায়ের নাম ভ্যালেরিয়া এবং তার শিশুর নাম কিরা। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, ওডেসা শহরের আবাসিক ফ্ল্যাটের একটি ব্লকে রাশিয়ার সামরিক বাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত হয়েছেন। এর আগে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছিলেন, রুশ সেনাদের নিক্ষেপ করা দু’টি ক্ষেপণাস্ত্র শহরের একটি সামরিক স্থাপনায় এবং অন্য দু’টি ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত করেছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কে রাশিয়ার হামলায় ৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ওই অঞ্চলের গভর্নর সার্জি গাইদাই বলেছেন, লুহানস্ক অঞ্চলের একটি গ্রামে রাশিয়ার গোলাবর্ষণে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ওডেসায় আবাসিক ভবনে রাশিয়ার হামলায় মা-শিশুসহ নিহত ৮
0
Share.