ওদের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত: তথ্যমন্ত্রী

0

ঢাকা অফিস:  যারা দেশের স্বাধীনতা চাইনি বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত বলেও মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বল অনুষ্ঠানে তিনি এমন মনোভাব প্রকাশ করেন।শোকাবহ আগস্টে নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় রোববার (১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বল করা হয়।তথ্যমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল, কমিশন গঠনের মাধ্যমে তাদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে হবে। তা না হলে ইতিহাস অসম্পূর্ণ থাকবে।তিনি আরও বলেন, দেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে আর বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ।আগস্টের কর্মসূচির মধ্যে রয়েছে:৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৮টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন।৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সকাল ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন।১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮ টা ৩০ মিনিটে ঐতিহাসিক ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯ টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন।সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন।এ ছাড়াও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।১৬ আগস্ট বিকেল ৩ টা ৩০ মিনিটে জাতীয় শোক দিবসের আলোচনা সভা।১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা।২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সকাল ৯টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন। বিকেল ৩টা ৩০ মিনিটে ঘরোয়াভাবে আলোচনা সভা।এ ছাড়াও ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন।

Share.