‘ওড়াকান্দি আসার অনেক ইচ্ছা ছিল, আজ আশা পূরণ হলো’

0

ঢাকা অফিস: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে আজ শনিবার মতুয়াদের মন্দির পরিদর্শনসহ সেখানে পূজা-অর্চনা করেছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর এক সুধী-সমাবেশে বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে মোদি বলেন, ‘অনেক বছর ধরে (এখানে আসার) প্রতীক্ষায় ছিলাম।’এরপর নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশে ২০১৫ সালে যখন এসেছিলাম, ওড়াকান্দিতে আসার ইচ্ছার কথা জানিয়েছিলাম। আর আজ সেই আশা পূরণ হলো।’মোদি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশই নিজেরা সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বেরও উন্নয়ন দেখতে চায়। দুটি দেশই বিশ্বে অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্য দেখতে চায় না, চায় স্থিতিশীলতা, ভালোবাসা ও শান্তি।’‘করোনাজনিত অতিমারির সময় ভারত ও বাংলাদেশ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। আজ দুটি দেশই এই অতিমারি শক্তভাবে মোকাবিলা করছে, এর বিরুদ্ধে একসঙ্গে লড়ছে। ভারতে তৈরি করোনার টিকা যাতে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় সেটাকে দায়িত্ব মনে করে কাজ করা হচ্ছে’, যোগ করেন নরেন্দ্র মোদি।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে আজ বেলা সাড়ে ১২টায় টুঙ্গিপাড়া থেকে ওড়াকান্দি ঠাকুর বাড়ির সামনের হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে তিনি মতুয়াদের প্রধান তীর্থপীঠ শ্রীধাম ওড়াকান্দিতে হরিচাঁদ মন্দিরে যান এবং সেখানে পূজা দেন। এরপর মোদি ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স সংলগ্ন হেলিপ্যাডে পৌঁছান তিনি। সেখান থেকে বঙ্গবন্ধু সমাধিসৌধের দ্বিতীয় গেটে যাওয়ার পর নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখান থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী।এদিকে আজ শনিবার সকালে সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে বহনকারী হেলিকপ্টার ঈশ্বরীপুরের হেলিপ্যাডে অবতরণ করার পর সেখান থেকে তিনি কালীমন্দিরে যান।ঢাকায় ফিরে নরেন্দ্র মোদি আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এরপর সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন নরেন্দ্র মোদি।করোনাজনিত মহামারি শুরুর পর এই প্রথম নরেন্দ্র মোদি বিদেশ সফর করছেন। আর, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এটা মোদির দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন নরেন্দ্র মোদি।

Share.