বুধবার, জানুয়ারী ১

ওয়ার্নের সঙ্গে নিজের তুলনা চান না কুম্বলে

0

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সেরা তিন স্পিনারের তালিকা করলে শেন ওয়ার্ন, মুরালিধরন আর অনিল কুম্বলের নাম আসে অবধারিতভাবে। ঘূর্ণিজাদুতে যারা কুপোকাত করতেন ব্যাটসম্যানদের। কিন্তু এই তিনজনের মধ্যে কে থাকবেন সবার শীর্ষে? সেরা তিনজনের মধ্যে একজনকে বেছে নিতে অনেকটা দ্বিধায় পড়ে যেতে হয় সমর্থকদের। আর এমনটা হওয়াই তো স্বাভাবিক। কিন্তু এই তর্কে যেতে রাজি নন ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন এবং লঙ্কান অফ স্পিনার মুরালিধরনকে সবসময়ই সামনের সারিতে রাখতে চান অনিল কুম্বলে। তাদের সঙ্গে তুলনায়ও যেতে চান না এই সাবেক ভারতীয় লেগ স্পিনার। সমর্থকরা তাকে কেন শেন ওয়ার্নের সঙ্গে তুলনা করেন সেটিও অনেকটা বোধগম্য নয় বলে জানান কুম্বলে। ইন্সটাগ্রামে এক লাইভ অনুষ্ঠানে এসব বলেন ভারতের সাবেক এই স্পিনার।অনিল কুম্বলে বলেন, ‘শেন ওয়ার্ন এবং মুরালিধরন সবসময়ই সেরা। তারা যেকোন দিক থেকে বল মুভ করতে পারে। ব্যাটসম্যানদের জন্য তারা সবসময়ই আতঙ্কের। তাদের সঙ্গে আমার তুলনা চলে না।’বিশ্বের সেরা তিন স্পিনারের তালিকায় ৮০০ উইকেট নিয়ে সবার শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। দ্বিতীয় অবস্থানে আছেন শেন ওয়ার্ন। যার উইকেট সংখ্যা ৭০৮টি। আর অবসরের আগ পর্যন্ত ৬১৯ টি উইকেট শিকার করেছেন অনিল কুম্বলে। খেলা থেকে অবসরের পর কোচিং পেশায় জড়িয়েছেন কুম্বলে। কিংস ইলেভেন পাঞ্জাবের কোচে দায়িত্ব পালন করছেন তিনি।

Share.