কংগ্রেসে অগ্রাহ্য হলো ট্রাম্পের ভেটো

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা খাতে ব্যয় সংক্রান্ত একটি বিলে ভেটো দিয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের দেওয়া ওই ভেটোকে অগ্রাহ্য করল মার্কিন কংগ্রেস। ট্রাম্পের শাসনামলে এমন ঘটনা প্রথমবার ঘটল। ট্রাম্পের দল রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে ইংরেজি নববর্ষের প্রথম দিন এই ভেটো নিয়ে এক অধিবেশনের আয়োজন করা হয়। এর আগে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এ বিষয়ে ভোটাভুটি হয়।সিনেটে এ সংক্রান্ত বিষয়ে ভোটাভুটি হলে বিলের পক্ষে ৮১টি ভোট পড়ে এবং বিপক্ষে ভোট পড়ে ১৩টি। কোনো বিল সংক্রান্ত বিষয়ে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করতে হলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়।বিলে মার্কিন প্রতিরক্ষানীতি বাবদ আগামী বছর ৭৪ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প কয়েকটি ধারায় এই বিলের ব্যাপারে অসম্মতি জানান।

Share.