বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৯ জনের মৃত্যু

0

বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি: ভারী বর্ষণের ফলে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে (১৯ জুন) বালুখালী পানবাজার ও হাকিম পাড়া ক্যাম্পে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর। তিনি জানান, বুধবার ভোর রাতের দিকে ক্যাম্প-৯ ও ১০ এর পানবাজার এবং হাকিমপাড়ায় পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে কয়েকটি বসতি। পানবাজার ক্যাম্পে এক বাংলাদেশিসহ ৫ জন ও হাকিমপাড়া ক্যাম্পে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা প্রশাসনের কাছে রাখা হয়েছে। তিনি আরও জানান, পুলিশ ও বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো উদ্ধার তৎপরতা চলমান রেখেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Share.