কক্সবাজারে ইভটিজিংয়ে বাধা দেয়া তরুণীর ভাইকে মারধর

0

বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি:  কক্সবাজারের কিছু কিছু এলাকায় কিশোর গ্যাং ক্যাডারদের অত্যাচারে অতীষ্ট হয়ে উঠেছে স্থানীয়রা। স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে বহু কিশোরী- তরুণী শিক্ষার্থী। বাঁধা দিলে উল্টো ধমক ও নাজেহাল হতে হয় প্রতিবাদকারী অভিভাবকদের। কেননা ইভটিজার কিশোর গ্যাং ক্যাডাররা ক্ষমতাসীন দলের কারও না কারও আত্মীয়। একারণে নিগৃত ও নির্যাতিত নারী পুরুষ সব অত্যাচার সহ্য করে চলেছে। এদিকে রবিবার সকালে খুরুশকুলে দিবালোকে ঘটে যাওয়া একটি ঘৃণিত জঘন্য ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিবর্গ। তারা ওই কিশোর গ্যাং সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সূত্র জানায়, কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মনুপাড়ায় এলাকার মেয়ে নয়ন মণি (ছদ্মনাম)। ভাইয়ের সঙ্গে কক্সবাজার সদরে যাচ্ছিল। আব্দুল মোনাফ তার বোনকে নিয়ে যাবার সময় কিশোর গ্যাংয়ের ক্যাডাররা ওই তরুণীকে ইভটিজিং করে। ভাই আব্দুল মোনাফ তার চোখের সামনে বোনকে ইভটিজিং এর প্রতিবাদ করে। এতে কিশোর গ্যাং সদস্যরা ক্দেষিপ্রত হয়ে উঠে। ‘ বখাটেদের হাত থেকে বোনের ইজ্জত বাঁচাতে গিয়ে ভাই-বোন নিকৃষ্ট হামলার শিকার হয়েছে। আবদুল মোনাফকে বেদম মারধর করা হয়েছে। এতে তিনি মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছে। ভাইকে রক্ষা করতে বোন এগিয়ে আসলে তাকেও মারধর এবং শ্লীলতাহানি করা হয়। ছিঁড়ে ফেলা হয় ওই তরুণীর বোরকা ও পরিধেয় কাপড়।

 

 

Share.