সোমবার, ফেব্রুয়ারী ২৪

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

0

বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে চকরিয়ায় ট্রাকের ধাক্কায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে। এ ঘটনায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে মহেশখালী-চকরিয়া সড়কের লালব্রিজ সংলগ্ন পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিয়া জন্নাত পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঈদমণি এলাকার মমতাজ উদ্দিনের বড় মেয়ে। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো টমটমযোগে স্কুলে যাচ্ছিল মাহিয়া। এদিন সকালে লালব্রিজ সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক টমটমকে ধাক্কা দেয়। এতে স্কুলছাত্রী মাহিয়াসহ অন্য যাত্রীরা ছিটকে পড়ে। পরে গুরুতর আহত মাহিয়াকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মৃত্যুর খবরের পর জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ লোকজন সড়ক অবরোধ করে। সড়কে টায়ার ও গাছ ফেলে ব্যারিকেড দেয়ায় দুই ঘণ্টার অধিক সময় পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

Share.