সোমবার, ফেব্রুয়ারী ২৪

কক্সবাজারে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যাকাণ্ডে ৪ জনের ফাঁসি,২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

0

বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে বিশ্ববিদ্যালয় ছাত্র জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের নুরুচ্ছফার ছেলে রেজাউল করিম ওরফে বুইল্ল্যানি (২০), মৃত আমান উল্লাহর ছেলে নুরুল হক (২২), মৃত অসিউর রহমানের ছেলে রমজান আলী (২৪) এবং মো. ইসহাকের ছেলে রুবেল (২০)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার নুরুল আবসারের ছেলে শাহীন উদ্দিন (১৯) এবং দুদু মিয়ার ছেলে মণি আলম (১৯)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জিয়া উদ্দিন ফয়সাল কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের নুরুল আনোয়ারের ছেলে। তিনি কক্সবাজারের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন। মামলা সূত্রে জানা যায়, জিয়া উদ্দিন ফয়সাল তার এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ করতেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ১৬ এপ্রিল রাত ৮টার দিকে পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তার ওপর সশস্ত্র হামলা করে। হামলায় গুরুতর আহত ফয়সালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফয়সালের বাবা নুরুল আনোয়ার বাদী হয়ে ৯ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ছয় জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত আজ এই মামলার রায় প্রদান করেন।

Share.