ডেস্ক রিপোর্ট: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে ছয় জন পাকিস্তানের, একজন রাশিয়ার ও একজন সার্বিয়ার সেনা রয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলে এ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। নিহতরা সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা নিশ্চিত করেছেন। মুখপাত্র আরও জানায়, শান্তিরক্ষীদের মৃতদেহ উদ্ধার করে গোমায় নিয়ে যাওয়া হয়েছে। আর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত চলছে। তবে কঙ্গোর এম২৩ বিদ্রোহী গোষ্ঠী বিমানটি ধ্বংসের দাবি করে। কিন্তু অন্যান্য উৎস থেকে তাদের দাবির সতত্য নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান। পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের দু’জন মেজর এবং একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গভীর শোক প্রকাশ করেছেন।
কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত
0
Share.