কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় নিহত ৪৫

0

ডেস্ক রিপোর্ট: গণপ্রজাতান্ত্রিক কঙ্গোয় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ৪৫ জনের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। নিহত সবাই বাস্তুচ্যুত মানুষ। রবিবার (১১ জুন) সন্ধ্যা থেকে সোমবার সকালের মধ্যে এ হতাহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রবিবার সন্ধ্যার দিকে উত্তর-পূর্ব কঙ্গোর দ্যুগু টেরিটোরিতে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে সশস্ত্র বিদ্রোহীরা হামলা শুরু করে। সারা রাত হামলা চলে। হামলার স্থানটি বুলে নামক শহর থেকে ৩ মাইল দূরে অবস্থিত। এই শহরেই জাতিসংঘের শান্তিরক্ষীদের ঘাঁটি। হামলাকারীরা কঙ্গোর কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গোর (কোডেকো) সদস্য বলে ধারণা করা হচ্ছে। কারণ ওই অঞ্চলে তারা বাস্তুচ্যুতদের ওপর আগেও হামলা  চালিয়েছে। আল জাজিরা বলছে, কোডেকো গোষ্ঠী প্রায়শই বাস্তুচ্যুতদের শিবিরে হামলা চালিয়ে থাকে। গত বছর তারা বুলের কাছে আরেকটি শিবিরে প্রায় ৬০ জনকে হত্যা করেছিল।

Share.