রবিবার, নভেম্বর ২৪

কঠিন লড়াইয়ে জিতে ফাইনালে জকোভিচ

0

স্পোর্টস ডেস্ক: প্রথম দুই সেট জয়ের পর হোঁচট খান নোভাক জকোভিচ। ঘুরে দাঁড়িয়ে জকোভিচকে নাড়িয়ে দেন স্টেফানোস সিৎসিপাস। কিন্তু পঞ্চম সেটে জকোভিচকে হারাতে পারেননি সিৎসিপাস; বরং কঠিন লড়াইয়ে জিতে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন জকোভিচ। প্যারিসের রোলাঁ গাঁরোয় গতকাল শুক্রবার পুরুষ এককের দ্বিতীয় সেমিফাইনালে সিৎসিপাসকে ৬-৩, ৬-২, ৫-৭, ৪-৬, ৬-১ গেমে হারিয়েছেন জকোভিচ। আরেক সেমিফাইনালে ম্যাচে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-০) গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। শিরোপা মঞ্চে আগামীকাল রোববার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন নাদালের বিপক্ষে লড়বেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জকোভিচ। কঠিন লড়াইয়ে জয়ের পর জকোভিচের মুখে সিৎসিপাসের প্রশংসা ফুটে ওঠে, ‘স্টেফানোস দারুণ এক খেলোয়াড়। তবে চার ঘণ্টার পর সে ক্লান্ত হয়ে পড়েছিল। এমন ম্যাচ খেলার জন্য তার প্রশংসা প্রাপ্য।’এরপর নাদালের বিপক্ষে শিরোপা লড়াই নিয়ে জকোভিচ বলেন, ‘এটা রাফার রাজত্ব। কারণ, সে এখানে অনেকবার জিতেছে। আমাকে সেরা টেনিস খেলতে হবে। কারণ, রোলাঁ গাঁরোয় রাফার বিপক্ষে খেলাটাই হয়তো সর্বোচ্চ পর্যায়ের চ্যালেঞ্জ।’

Share.