শুক্রবার, ডিসেম্বর ২৭

কঠোর বার্তা দিয়ে শেষ হলো চাঁদপুর জেলা আ.লীগের বৈঠক

0

ঢাকা অফিস: চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়ে দুই দিনব্যাপী বিভাগীয় সাংগঠনিক আলোচনা শেষ করলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে ২ ও ৩ মার্চ চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক থেকে শুরু করে স্থানীয় এমপিরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, সভায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যে অভ্যন্তরীন কোন্দল তা নিরসন করে দলের কাউন্সিল ও জাতীয় নির্বাচনের আগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া স্থানীয় এমপি ও সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন মূলক কার্মকাণ্ড বাস্তবায়ন করতে স্থানীয় প্রশাসনকে সহযোগী করতে হবে। স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে এমপিদের যে দূরত্ব আছে তার সমাধান করে নেতাকর্মীদের নিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিজের বলয় ভারী করতে নেতাকর্মীদের সঙ্গে কোনো অসহ্য মূলক আচারণ সহ্য করা হবে না। যারা করবে তাদের বিরুদ্ধে দলীয় ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেসব নেতাকর্মী একে অন্যের বিরুদ্ধে মামলা করেছে বা মামলায় ফাঁসানো হয়েছে এবং মামলা আছে, তার সেই মামলার বিষয়টি নিষ্পত্তি করতে হবে। এজন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনি সুবিধা দিতে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সিনিয়র আইনজীবী যাতে মামলায় ভুক্তভোগী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, নিজের বলয় ও কোন্দল তৈরি করার কারণে বৈঠকে উপস্থিত চাঁদপুরের এক এমপিকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। নেতাকর্মীদের মধ্যে যেন আর কোনো ভেদাভেদ সৃষ্টি না করে সেই বিষয়ে তাকে সর্তক করে দেওয়া হয়েছে। যেসব নেতাকর্মী সামজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে আরেক নেতা স্টাটাস দিয়েছে ও দিবে তাদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। এমনকি যেকল নেতারা এই কাদা ছোড়াছুড়ি করবে তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলাও হতে পারে। মামলা হলে এর দায়িত্ব দল নেবে না। এছাড়া চাঁদপুর জেলা আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে উপজেলা ও ইউনিয়ন সম্মেলন করতে দ্রুত প্রস্তুতি নিত বলা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঢাকাটাইমসকে বলেন, আওয়ামী লীগের আগামী কাউন্সিল ও নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ডকে আরো শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়েছে। কুমিল্লা জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে ইউনিয়ন ও উপজেলা সম্মেলন করতে হবে। উপজেলা ও ইউনিয়ন নির্বাচনের আগে অবশ্যই কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে সমন্বয় করতে হবে। নেতাকর্মীদের আইনের সুবিধা দিতে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছে কিনা এমন প্রশ্ন করলে মায়া বলেন, শুধু আওয়ামী আইনজীবী পরিষদের কমিটি করার নির্দেশনা নয়, বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। দলের প্রয়োজনে যেটা দরকার সেসব দিক নির্দেশনা দেয়া হয়েছে। মূলত যেসকল নেতাকর্মীদের নামে মামলা আছে সেগুলোর কাগজপত্র যেন আইনজীবী পরিষদের সিনিয়র সদস্য যারা আছে তাদের কাছে জমা দিতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন স্টাটাস দেয় এই নিয়ে তাদেরকে এটা বন্ধ করতে বলা হয়েছে। বন্ধ না করলে দলের নীতি ভঙ্গ করলে দলের কমেন্ট যারা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর‌ ব্যবস্থা নেওয়া হবে। জেলা কমিটি করতে কোনো সময় বেঁধে দেওয়া হয়েছে কি না জানতে চাইলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। যতদ্রুত সম্ভব উপজেলা ও ইউনিয়ন সম্মেলন শেষ করে জেলা কমিটির দিকে এগিয়ে যেতে বলা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ঢাকাটাইমসকে বলেন, বৈঠকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। এখানে স্থানীয় এমপিরা ছিল। নিজেদের মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল তা নিরসন করে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ও নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। এছাড়া স্থানীয় প্রশাসন এর সঙ্গে সমন্বয় করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। জেলা সম্মেলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে ইউনিয়ন ও উপজেলা তারপরে জেলার কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বৈঠকে বলেন, আপনারা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেন তাহলে তৃতীয় পক্ষের সুযোগ পাবে। তাই নিজেদের মধ্যে ঝামেলায় থাকলে তা নিরসন করে নিতে হবে। যারা দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করবেন দলের নির্দেশনা মানবেন না তা কখনো বরদাস্ত করা হবে না।

 

Share.