বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

কনে ছাড়া বিয়ে আর গ্যালারি ফাঁকা রেখে খেলা এক: শোয়েব

0

স্পোর্টস ডেস্ক: করোনা আতংকের মধ্যেই দর্শক শূন্য মাঠে চলছে জার্মানির ঘরোয়া ফুটবলের আসর বুন্দেসলিগা। স্বাভাবিকভাবেই অন্যান্য আসরগুলোর থেকে উত্তাপ অনেকাংশেই কম এবারের আসরে। অন্যদিকে ক্রিকেটের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক ক্রিকেট কবে মাঠে গড়াবে তা কেউ জানে না।শোনা যাচ্ছে, জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যেতে পারে ভারত। সেখানে দর্শক শূণ্য গ্যালারির সামনে ৬টি সীমিত ওভারের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে হবে অল ব্লুজরা। অন্যদিকে দর্শক ছাড়া খেলাকে কনে ছাড়া বিয়ের সঙ্গে তুলনা করেছেন সাবেক পাকিস্তানি তারকা শোয়েব আখতার। ‘দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা মানে হলো কনে ছাড়া বিয়ে। খালি স্টেডিয়ামে ক্রিকেট আয়োজন হয়তো ক্রিকেট বোর্ডগুলোর জন্য সম্ভব হবে এবং টিকে থাকার জন্য জরুরি কিন্তু, আমার মনে হয় না এটা বাজারজাত করা সম্ভব হবে। খেলার জন্য আমাদের দর্শক দরকার। আশা করি এক বছরের মধ্যে এই করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’ শুধু শোয়েব নন, দর্শক শূন্য মাঠে খেলার ব্যাপারে অনেক সাবেক, বর্তমান তারকাই তাদের মতামত ব্যক্ত করেছেন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, দর্শক শূন্য মাঠে খেলা হলে ক্রিকেটারদের সঙ্গে সমর্থকদের বন্ধনে ঘাটতি পরবে। অন্যদিকে সাবেক ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেনের ভাষ্য, দর্শকদের মানসিক প্রশান্তির জন্যই মাঠে খেলা প্রয়োজন।

Share.