বিনোদন ডেস্ক: ছোট ও বড় পর্দার একসময়ের জনপ্রিয় তারকা রুমানা খান। গত ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় স্থানীয় একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন রুমানা। মেয়ের নাম রেখেছেন আভাঙ্কা রহমান। রুমানার স্বামী নিউইয়র্কের ব্যবসায়ী এলিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। রুমানা তার কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন রুমানা। এরপর ছোট পর্দার অসংখ্য নাটকে অভিনয় করেছেন। রুমানা চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১০ সালে মুক্তি পাওয়া ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চার বছরের সিনেমা ক্যারিয়ারে ২৬টি সিনেমায় অভিনয় করেছেন রুমানা। সর্বশেষ অভিনয় করেছেন ২০১৪ সালে, যত দূরে যাবে বন্ধু নাটকে। নাটকটির পরিচালক রহমতুল্লাহ তুহিন। আর এই নাটকে রুমানা অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে। এরপর তাকে আর কোনো নাটকে দেখা যায়নি। ২০১৫ সালের ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুমানা। রুমানার এটা তৃতীয় আর এলিন রহমানের দ্বিতীয় বিয়ে।
কন্যার মা হলেন অভিনেত্রী রুমানা
0
Share.