বিনোদন ডেস্ক: কলকাতার নন্দিত গীতিকার, সুরকার, গায়ক ও সংগীত পরিচালক কবির সুমন গতকাল শুক্রবার ফেসবুকে একটি ইচ্ছাপত্র প্রকাশ করেছেন। ব্যক্তিগত প্যাডে লেখা ওই ইচ্ছাপত্রে কিংবদন্তি এই শিল্পী তাঁর মৃত্যুর পর সমস্ত সৃষ্টি ধ্বংসের নির্দেশ দিয়েছেন। ‘সকলের অবগতির জন্য’ শিরোনামে স্বহস্তে লেখা সেই ইচ্ছাপত্রে কবির সুমন লিখেছেন, ‘সচেতন অবস্থায়, স্বাধীন ভাবনাচিন্তায় ও সিদ্ধান্তের ভিত্তিতে আমি জানাচ্ছি, আমার কোনো অসুখ করলে, আমায় হাসপাতালে ভর্তি হতে হলে অথবা আমি মারা গেলে আমার সম্পর্কিত সবকিছুর, প্রতিটি বিষয় ও ক্ষেত্রে দায়িত্ব গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকবে একমাত্র মৃন্ময়ী তোকদারের (মায়ের নাম প্রয়াত প্রতিমা তোকদার, বাবার নাম দেবব্রত তোকদার)। অন্য কারোর কোনো অধিকার থাকবে না এইসব বিষয় ও ক্ষেত্রে।’মরণোত্তর দেহদান ও মৃত্যুর পর সব সৃষ্টি ধ্বংস প্রসঙ্গে কবির সুমন লিখেছেন, ‘আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়। আমার সমস্ত পাণ্ডুলিপি, গান, রচনা, স্বরলিপি, রেকর্ডিং, হার্ডডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতা পুরসভার গাড়ি ডেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় সেগুলো ধ্বংস করার জন্য; হাতে লেখা সবকিছু, অডিও এবং ভিডিও ফাইল, আমার কোনোকিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র, বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।’
কবির সুমনের ইচ্ছাপত্র : মৃত্যুর পর সব সৃষ্টি ধ্বংসের নির্দেশ
0
Share.