কবির সুমনের গানের অনুষ্ঠান অব‌শে‌ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

0

বিনোদন ডেস্ক: অব‌শে‌ষে রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হচ্ছে সংগীতশিল্পী কবির সুমনের গানের অনুষ্ঠান। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য জানা গেছে। এর আগে, সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ জাতীয় জাদুঘরে ভারতীয় এ শিল্পীর গানের অনুষ্ঠান হবে। সেখানে আয়োজনের অনুমতি দেননি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম বলেন, জাদুঘরের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা এই ধরনের প্রোগ্রামের অনুমতি দিতে পারি না। তবে আয়োজকেরা যদি অন্য কোথাও অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান, তবে আমরা তা বিবেচনা করব। জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল কবীর সুমনের। বুধবার অনুষ্ঠানটির আয়োজকেরা জানান, আয়োজন ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি শোতে পাঁচ শতাধিক দর্শক ভেন্যু থেকে অনুষ্ঠানটি উপভোগ করতে করবেন। এছাড়া বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেসবুক লাইভে অনুষ্ঠানটি উপভোগ করা যাবে। এর আগে নব্বইয়ের দশকের শেষ ভাগে মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে বাংলাদেশে এসে গান করেছিলেন কবীর সুমন, কোনো পারিশ্রমিক নেননি তিনি। টিকিট বিক্রির পুরো অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে দিয়েছিলেন।

Share.