কমলাপুর স্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান, তদন্তে কর্তৃপক্ষ

0

ঢাকা অফিস: রাজধানীর অন্যতম ব্যস্ত কমলাপুর রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিতর্কিত এক স্লোগান দেখা গেছে, যেখানে লেখা ছিল ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’। এই ঘটনাটি স্টেশন কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্টেশন কর্তৃপক্ষ ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। ডিজিটাল স্ক্রিনগুলো মূলত যাত্রীদের বিভিন্ন তথ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। তবে আজ ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত দুটি স্ক্রিনে রাজনৈতিক স্লোগান প্রদর্শিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনের প্রবেশ ও বাহির পথে থাকা ডিজিটাল স্ক্রিনগুলোতে এই স্লোগানটি চলমান ছিল, যা সাধারণত যাত্রীদের স্বাগতম ও অন্যান্য তথ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেলে বিষয়টি আরও আলোচনায় আসে। ভিডিওটি ধারণ করেছেন কোনো যাত্রী, এমনটাই ধারণা করা হচ্ছে। স্টেশন সূত্রে জানা যায়, বিষয়টি জানার পরপরই সকাল ৯টা ৫১ মিনিটে স্ক্রিন দুটি বন্ধ করে দেওয়া হয়। রেলওয়ে ডিভিশনাল ইলেকট্রিক বিভাগ এই স্ক্রিনগুলোর তত্ত্বাবধানে রয়েছে, এবং এই বিভাগের দায়িত্বে আছেন সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোবাররক। তবে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে, স্টেশনের কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন। ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, সকাল ৯টার দিকে তারা বিষয়টি সম্পর্কে জানতে পারেন। তিনি বলেন, এ ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এই ঘটনা নিয়ে স্টেশনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন চলছে এবং বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে।

Share.