ডেস্ক রিপোর্ট: কমিউনিস্ট বিদ্রোহীদের ‘হত্যার’ মাধ্যমে ‘নির্মূল’ করতে সেনাবাহিনী ও পুলিশকে নির্দেশ দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। কমিউনিজমের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।দুতের্তে বলেন, যদি কখনও কমিউনিস্ট বিদ্রোহীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয় তখন আমি সেনাবাহিনী এবং পুলিশকে বলেছি তাদের হত্যা করতে। যাকে গুলি করা হয়েছে তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে বলেছি। যদি মৃত্যু না হয়ে থাকলে সেখানে গিয়েই তাকে হত্যা করতে বলেছি।ফিলিপিন্সের প্রেসিডেন্ট বলেন, তবে মৃতদেহগুলো যেন পরিবারে কাছে পৌঁছানো হয় সেটা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি। তিনি বলেন, মৃত্যুর পর মৃতদেহগুলো যেন তাদের পরিবারের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।দুতের্তে বরাবরই মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসেছেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর অভিযান চালান দুতের্তে। কমিউনিস্টদের বিষয়েও একই ধরনের অবস্থান নিয়েছেন তিনি। দুতের্তে বলেন, মানবাধিকার নিয়ে ভাবতে হবে না। আমার নির্দেশ এটা। জেলে যেতেও রাজি আছি। কোনও সমস্যা নেই।এদিকে কমিউনিস্ট বিদ্রোহীদের দস্যু উল্লেখ করে ফিলিপিন্স প্রেসিডেন্ট বলেন, তোমরা সবাই দস্যু। তোমাদের কোনও আদর্শ নেই। এমনকি চীন এবং রাশিয়াও এখন পুঁজিবাদী রাষ্ট্র। তবে অস্ত্র জমা দিলে কমিউনিস্টদের জন্য চাকরি, বাসস্থান এবং জীবিকার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
কমিউনিস্টদের ‘নির্মূল’ করতে বললেন দুতের্তে
0
Share.