কয়লা খনির ছাদ ধসে ভারতের তেলেঙ্গানায় ৪ শ্রমিকের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: একটি কয়লা খনির ছাদ ধসে ভারতের তেলেঙ্গানায় ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার মানচেরিয়াল জেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। খনি প্রকল্পটি পরিচালনা করছে রাষ্ট্র মালিকানাধীন সিঙ্গারেনি কোলিয়ারি কোম্পানি লিমিটেড (এসসিসিএল)। বুধবার স্থানীয় সময় বিকালে খনির ছাদের একাংশ ভেঙে পড়লে বড় বড় পাথরের চাঁইয়ের নিচে চার শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় বলে জানিয়েছে পুলিশ। এসসিসিএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এন শ্রীধর জানিয়েছেন, ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

Share.