করাচিতে নিউজিল্যান্ড-পাকিস্তান মধ্যকার টেস্ট-ড্র

0

স্পোর্টস রিপোর্ট: করাচিতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে ৩১১ রান তুলে ইনিংস ঘোষণা করলে ১৩৮ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড। বাকি ছিল ১৬ ওভার। কিন্তু ৭.৩ ওভারে ১ উইকেটে ৬১ রান তুললে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানও ড্র মেনে নেয়। ফলে অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচটি। রান তাড়া করার জন্য ডেভন কনওয়ের সঙ্গে মিচেল ব্রেসওয়েলকে পাঠায় সফররত নিউজিল্যান্ড দল। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি ব্রেসওয়েল। প্রথম ওভারেই ফিরেছেন ব্যক্তিগত ৩ রানে। দ্বিতীয় উইকেটে খেলতে নামা টম লাথামকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি ধাচে খেলতে থাকেন কনওয়ে। ১৪ বলে ১৬ রানে কনওয়ে ও ২৪ বলে ৩৫ রানে লাথাম অপরাজিত থাকেন। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনশেষে ২ উইকেট ৭৭ রান তুলে পাকিস্তান। তৃতীয় দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ইমাম উল হক ও নওমান আলি। বেশিক্ষণ টিকতে পারেননি নওমান। ১৫ বল খেলে আউট হয়েছেন ৪ রানে। ১৪ রানে ফেরেন বাবর। এরপর পঞ্চম উইকেট জুটিতে সরফরাজ আহমেদকে সঙ্গে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন ইমাম উল হক। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৭৬ বলে ৫৩ রান করে আউট হন সরফরাজ। এদিকে ফিফটি পূরণের পর সেঞ্চুরির পথেই ছিলেন ইমাম। কিন্তু স্ট্যাম্পিং হয়ে সাজঘেরে ফিরেছেন ৯৬ রানে। এরপর সৌদ শাকিলকে সঙ্গ দেন মোহাম্দ ওয়াসিম। দুজনে গড়েন ৭১ রানের জুটি। ৪৩ রানে আউট হন ওয়াসিম। তবে ঠিকই অর্ধশতক পূর্ণ করেন শাকিল। অপরাজিত থাকেন ১০৮ বলে ৫৩ রানে। এদিকে ৩৪ বল খেলে ৩ রান করে অপরাজিত থাকেন মীর হাজমা। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন ইশ সোদি। এছাড়া দুটি উইকেট নিতে সক্ষম হয়েছেন মিচেল ব্রেসওয়েল। আর নিউজিল্যান্ডের দলনেতা কেন উইলিয়ামসন নিজেদের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করার কারণে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন।

Share.