বুধবার, ডিসেম্বর ২৫

করাচিতে ৫ তলা ভবন ধসে নিহত- ১১

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের করাচিতে পাঁচ তলা একটি আবাসিক ভবন ধসে অন্তত ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পর করাচির গুলবাহার এলাকায় এ ঘটনা ঘটে। করাচি মেট্রোপলিটন করপোরেশনের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের চিকিৎসক সালমা কাউসার জানান, এ পর্যন্ত ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। খবর পেয়ে করাচি পুলিশ ও রেঞ্জার্স উদ্ধারকাজ শুরু করেছে। করাচির মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ সেখানকার কমিশনারকে উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

Share.