ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আলোচনা করতে বুধবার সদস্যদের বৈঠক ডেকেছে। বৈঠকে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনার এই নতুন ধরনকে মোকাবিলার কৌশল আলোচনা করা হবে। খবর রয়টার্সের। তথ্য শেয়ারে সহায়তার জন্য এই বৈঠক আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ডব্লিউএইচও’র এক মুখপাত্র। সংস্থাটি ইতোমধ্যে করোনার নতুন ধরন নিয়ে ব্যাপক ভীতির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে। তারা বলছে, এটি (নতুন ধরন) মহামারির বিবর্তনের একটি স্বাভাবিক অংশ। এদিকে ভ্রমণের বিষয়ে সতর্ক করে একটি টুইট করেছেন ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ। তিনি বলেছেন, আমাদের কাছে আরও ভালো তথ্য না আসা পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণ সীমিত রাখা বুদ্ধিমানের কাজ। অন্যদিকে করোনার নতুন ধরন শনাক্ত করায় যুক্তরাজ্যের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও এই ধরনটি শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বহু দেশ। ফলে আটকা পড়েছে জরুরি পণ্যবাহী বহু গাড়ি। তবে খাদ্য, ওষুধ, জ্বালানির মতো গুরুত্বপূর্ণ মালামাল সরবরাহের জন্য আটকে থাকা পণ্যবাহী সব যানবাহনকে ঢোকার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া উচিত বলে মন্তব্য করেছে ডব্লিউএইচও। গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ও জরুরি ভ্রমণ চালু থাকা উচিত বলেও মন্তব্য করেছেন ক্লুজ।
করোনার নতুন ধরন নিয়ে ডব্লিউএইচও’র বৈঠক
0
Share.