শনিবার, নভেম্বর ২৩

করোনা ভাইরাস : ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত আটটি দেশের নেতারা

0

ঢাকা অফিস: করোনাভাইরাস বিশ্বব্যাপী যেভাবে ছড়িয়ে পড়েছে এর মোকাবেলায় কর্মপন্থা ঠিক করতে সার্কভুক্ত আটটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছেন। আজ রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে এই ভিডিও কনফারেন্স শুরু হয়। ভিডিও কনফারেন্সে মোদীর সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবে রাজাপাকসে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা। নরেন্দ্র মোদী শুক্রবার এক টুইট বার্তায় সার্কভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি এক সঙ্গে করোনা মোকাবেলার আহ্বান জানান। তিনি বলেছিলেন, ‘করোনা মোকাবেলা এবং আমাদের নাগরিকদের কীভাবে সুস্থ রাখা যায়, সে বিষয়ে আমরা ভিডিও কনফারেন্সে আলোচনা করতে পারি। একসঙ্গে আমরা বিশ্বের সামনে একটি উদাহরণ তৈরি করতে এবং একটি স্বাস্থ্যকর গ্রহ গড়ে তুলতে অবদান রাখতে পারি।’ এরপর বাংলাদেশসহ অন্য সাত সার্ক সদস্য দেশ তার সেই আহ্বানে সাড়া দিয়ে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার কথা জানায়।

Share.